শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রকাশ

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৮ আপডেট: : ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৮
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে করা প্রথম মামলার রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে প্রকাশ করেছে।

‘ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে’ শিরোনামে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লাইভ সম্প্রচার করেছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করছে। মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডসহ রায়কে ঘিরে নিরাপত্তার খবর গুরুত্ব সহকারে প্রচার ও প্রকাশ করেছে বিবিসি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়’ শিরোনামে লাইভ সম্প্রচার শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র শীর্ষ ৫টি খবরের ৪টিই হাসিনার রায়কে কেন্দ্র করে। এদিকে দ্য হিন্দু সরাসরি আপডেট দিয়েছে। হিন্দুস্তান টাইমস-এর শীর্ষ দুই খবরের একটিতে রাখা হয়েছে এই খবরকে। এবিপি লাইভের শীর্ষ সংবাদ হিসেবে রাখা হয়েছে এই ইস্যুকে। ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রধান সংবাদ হিসেবে আছে এটি।  আনন্দবাজার লিখেছে—মামলা রুজু থেকে রায়দান, নিজের তৈরি ট্রাইব্যুনালেই ৩৯৭ দিন ধরে বিচার হল হাসিনার! কারা, কী সাক্ষ্য দিলেন? তাদের প্রধান নিউজ হাসিনার মামলা ও রায়কে ঘিরে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার রায়’ নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রচার করছে। এছাড়াও আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যমে হাসিনার রায়কে ঘিরে প্রতিবেদন গুরুত্ব সহকারে প্রচার ও প্রকাশ হচ্ছে।

ট্রাইব্যুনালে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সরেজমিনে এ মামলার রায় কাভার করেছে।

আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে। এ রায় বিটিভিসহ বিভিন্ন মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শীত আসতে না আসতেই বরিশালে ফুটপাতের দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা 
বাউফলে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
মালয়েশিয়া হতে পারে বাংলাদেশি মেডিকেল ট্যুরিস্টদের নতুন গন্তব্য
প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
বিএনপির ২৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
পটুয়াখালীতে মাছ ব্যবসায়ীদের মধ্যে ইনসুলেটেড কনটেইনার বিতরণ
কিশোরগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েও শহীদের তালিকায় নাম নেই ভোলার সাহাবুদ্দিনের
মদিনার কাছে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় ৪৫ প্রাণহানি : ভারতীয় পুলিশ
শেখ হাসিনার রায় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : গোলাম পরওয়ার
১০