মদিনার কাছে ওমরাহযাত্রীদের বাস দুর্ঘটনায় ৪৫ প্রাণহানি : ভারতীয় পুলিশ

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৪১
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভারতীয় ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাস সৌদি আরবের পবিত্র শহর মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ৪৫ জন নিহত হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে ভারতীয় পুলিশ। 

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হায়দরাবাদ শহরের পুলিশ কমিশনার ভি. সি. সাজ্জনার সাংবাদিকদের বলেন, ‘সৌদি আরবে ভারতীয় ওমরাহযাত্রীদের মর্মান্তিক বাস দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।’ হায়দরাবাদের অনেক নাগরিক ওই বাসে ছিল বলে জানা গেছে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তথ্যানুযায়ী দুর্ঘটনার সময় বাসটিতে ৪৬ জন যাত্রী ছিল এবং তাদের মধ্যে মাত্র একজন বেঁচে আছেন।’

সৌদি আরবের কর্মকর্তারা এখনো দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রকাশ করেনি।

সোমবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করে জানান, ভারতীয় দূতাবাস স্থানীয় সৌদি কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।

নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, মদিনায় ভারতীয় নাগরিকদের বহনকারী বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো লিখেছেন, রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সব ধরনের সহায়তা প্রদান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ : গণসংহতি আন্দোলন
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
১০