লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ২০:৩৯
ছবি : বাসস

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : লিওনাইন চেস ক্লাবের আয়োজন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় লিওনাইন ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সনি ৩ খেলায় পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন।

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ভারতের ফিদে মাস্টার পানিসার বেদান্ত আড়াই পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আজ সোমবার ধানমন্ডিস্থ র‌্যাংকস নাসিম স্কোয়ারের লেভেল-৯ এ লিওনাইন চেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় ফাহাদ গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারের সাথে ড্র করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে রিফাত বিন সাত্তারের সেমি-শ্লাভ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬৩ চালে ড্র করেন।

আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানির কাছে পরাজিত হয়েছেন। আরিয়ান ভার্সানি কালো ঘুঁটি নিয়ে ার আবু সুফিয়ান শাকিলের রুই-লোপেজ ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৪ চালে জয়ী হন।

ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হোয়া উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদিমালিককে পরাজিত করেন। ইয়েন ডাক হোয়া সাদা ঘুঁটি নিয়ে আবদিসালিমভ আবদিমালিকের সিসিলিয়ান ডিফেন্সের নাজডর্ফ বিশ্লেষণ ধারার বিরুদ্ধে খেলে ৫০ চালের মাথায় জয়ী হন।

ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে পরাজিত করেন। তাহসিন তাজওয়ার জিয়া কালো ঘুঁটি নিয়েকিংস ইন্ডিয়ান ডিফেন্স অবলম্বন করে খেলে ৩৬ চালে সাকলাইনের বিরুদ্ধে জয়ী হন।    

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় এ রাউন্ডে ভারতের ফিদে মাস্টার পানিসার বেদান্তের সাথে ড্র করেন। মনন সাদা ঘুঁটি নিয়ে বিশপ ওপেনিং পদ্ধতি অবলম্বন করেন ২৪ চালে র পানিসার বেদান্তের সাথে ড্র করেন।

আগামীকাল বিকেলে একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।  

খেলাগুলো হলো : ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বনাম গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদিমালিক, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার বনাম গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হোয়া, আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানি বনাম আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদে মাস্টার পানিসার বিদান্ত বনাম আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল এবং ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ বনাম আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
১০