তাইবুরের আক্ষেপের দিন লিড নিল রাজশাহী

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ২০:২৩

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : আনিসুল ইসলাম ইমনের পর সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়লেন ঢাকা বিভাগের তাইবুর রহমান। জাতীয় ক্রিকেট লিগে ২৭তম আসরের চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৬ রানে অপরাজিত আছেন তাইবুর। ঢাকার ইনিংসে দ্বিতীয় দিন ৯৭ রানে আউট হয়েছিলেন ইমন।

তবে আশিকুর রহমান শিবলির ১২১ রানের সুবাদে প্রথম ইনিংসের রাজশাহীর ২৯৮ রানের জবাবে ৩৮২ রান করে ঢাকা। ফলে ৮৪ রানের লিড পায় ঢাকা। পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ওপেনার তানজিদ হাসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২ উইকেটে ১৫১ রান করেছে রাজশাহী। এতে ৮ উইকেট হাতে নিয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে রাজশাহী।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৫২ রান করেছিল ঢাকা। সেঞ্চুরি তুলে ১১২ রানে অপরাজিত ছিলেন শিবলি। আর মাত্র ৯ রান যোগ করে সাজঘরে ফিরেন শিবলি। ২১৮ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কায় ১২১ রান করেন তিনি।

১২ রান নিয়ে খেলতে নেমে সতীর্থদের সঙ্গ না পাওয়ায় ৯৬ রানে অপরাজিত থাকেন তাইবুর। তার ১৯৬ বলের ইনিংসে ৯ চার ও ১ ছক্কা ছিল। ফলে শিবলির সেঞ্চুরি ও ইমন-তাইবুরের নব্বইয়ের ঘরের ইনিংসের সুবাদে ৩৮২ রান তুলে গুটিয়ে যায় ঢাকা। সানজামুল ও ওয়াসি ৩টি করে উইকেট নেন।

৮৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৫৯ রানে ২ উইকেট হারালেও তানজিদের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে দিন শেষে লিড পায় রাজশাহী। সাব্বির হোসেন ৪ ও ওয়াসি ১৯ রানে আউট হলেও, ৫ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৮৪ বলে ৮৪ রানে অপরাজিত আছেন তানজিদ। তার সাথে ৪০ রানে অপরাজিত আছেন প্রিতম কুমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
১০