প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ২০:৪১
ছবি: বাসস

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের ১৩ শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং ৩৮ জনকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০২২ ও ২০২৩ সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৮ জন, ক্রীড়া, সাংস্কৃতিক এবং সহশিক্ষা কার্যক্রমের পারদর্শিতার জন্য ৩ জন এবং সামাজিক ও সেবামূলক কার্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ২জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া, ৩৮ ছাত্রকে হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়।

আজ সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ও বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী আবাসিক শিক্ষক ড. মো. ইসমাইল হোসেন।

প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ইয়াসিন সাজিদ (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), খালিদ হাসান রাজ (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), মুহাইমিনুর হোসেন (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), মোহাম্মদ ইয়াসিন রহমান (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি), মো. তানবীর হাসান শিশির (উদ্ভিদবিজ্ঞান), মো. সিয়াম (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), আল-আশিকুর রহমান আলিফ (ফার্মেসি), সাইয়েদ তানবীর হাসান জাহিন (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), পিয়াস মাহমুদ (সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), মো. নাঈম ইসলাম (প্রাণিবিদ্যা), আহমদ আওয়াল দীপন (উদ্ভিদবিজ্ঞান) এবং রাগিব মুত্তাকি (জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি)

অমর একুশে হল ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, হাসানুর রহমান (গণিত), মো. সাকিবুল ইসলাম (পরিসংখ্যান), রাফিদ ইজতেহাদ (পদার্থ বিজ্ঞান), ওমর ফারুক (ভূতত্ত্ব), আবরার হামিম (ডিজাস্টার সায়েন্স), মো. আবীর হাসান (প্রাণিবিদ্যা), মো. রাউফুর রহিম রিফাত (ফার্মেসি), মো. রকি সোনার (উদ্ভিদবিজ্ঞান), মো. মনির হোসেন (ফলিত গণিত) জি এইচ ইমাম উদ্দিন আহমদ (মৃত্তিকা, পানি ও পরিবেশ), সাফিউল ইসলাম সাফি (প্রাণ রসায়ন), মো. ইকরাম হোসাইন (ফলিত রসায়ন), মো. আরিফুর রহমান (অণুজীব বিজ্ঞান), সালিম সাদমান সাদাত (মৎস্যবিজ্ঞান), এস এম ইয়াসিন সৌরভ (ফার্মেসি), মো. নাছিম উদ্দিন (গণিত), মো. জুবায়ের হোসাইন (পরিসংখ্যান), রাফিদ ইজতেহাদ (পদার্থ বিজ্ঞান), মো. মাসুম রানা (ফলিত রসায়ন), মো. রফিকুল ইসলাম (প্রাণিবিদ্যা) এবং সাইয়েদ আসিফ আল গালিব (মৎস্যবিজ্ঞান)।

এর আগে, উপাচার্য ‘নভোনীল’ নামে একটি রুফটপ ফুটসাল গ্রাউন্ড উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
১০