নাটোরে নবান্ন উৎসব অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৫
শনিবার নাটোরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠিত। ছবি: বাসস

নাটোর, ১৬ নভেম্বর ২০২৫ (বাসস): জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাথৈ নৃত্যকলা একাডেমি এ উৎসবের আয়োজন করে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবান্ন এবং পিঠা আমাদের ঐতিহ্যের স্মারক। এই ঐতিহ্যকে ধারণ এবং লালন করে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রজন্মের সাথে মেলবন্ধন তৈরি করে দিতে হবে। সে উদ্দেশ্যেই এই পিঠা উৎসবের আয়োজন। 

পরে তা থৈ নৃত্যকলা একাডেমির খুদে প্রশিক্ষণার্থী শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের বিভিন্ন শীতের পিঠায় আপ্যায়ন করা হয়। 

তা থৈ নৃত্যকলা একাডেমির পরিচালক ইফতেখার রহমান সৌরভের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। সভাপতিত্ব করেন তা থৈ নৃত্যকলা একাডেমির সহ সভাপতি উম্মে কুলসুম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রীলংকাকে পঞ্চমবারের মত হোয়াইটওয়াশ করল পাকিস্তান
বিশ্বকাপের টিকেট পেল রোনাল্ডো বিহীন পর্তুগাল
সীমান্ত সংঘাত এড়াতে উ. কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার
রাজবাড়ীতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা 
শেরপুরে ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
তার ছাড়াই একাধিক ডিভাইসে চার্জ দেবে ‘স্মার্ট পাওয়ার বক্স’
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মার্কিন বিমান চলাচল স্বাভাবিক হবে
কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড
১০