
নাটোর, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): নাটোর জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৭০ হাজার ৬৮৪ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ৭৬ হাজার ৫০৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৮ জন।
সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ১৪ লাখ ৬২ হাজার ৫৯৪ জন। অর্থাৎ ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮৪ হাজার ৬১২ হাজার।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন ভোটার চারটি সংসদীয় আসনে ৫৬৬টি ভোট কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।