সাতক্ষীরায় বেশি দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০

সাতক্ষীরা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও নকল বীজ ধান গুদামজাত করায় সাতক্ষীরার আশাশুনিতে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বুধবার উপজেলার কুল্যা ইউনিয়নে এই অভিযান চালিয়ে তাকে জরিমানা করে। অধিদপ্তরের সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমাসহ সাতক্ষীরা পুলিশ লাইনের একটি টিম।

সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান, কুল্যা ইউনিয়নে অবস্থিত বিসিআইসির সার ডিলার মেসার্স গাজী এন্টারপ্রাইজে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সার ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণ করা হয়নি এমন প্রমাণ পাওয়া যায়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মেসার্স গাজী এন্টারপ্রাইজের মালিক মো. আনোয়ার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীকে আইন ও নিয়ম মেনে এবং চাষিদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর আরও বলেন, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দিনাজপুর সদর-৩ আসনে এনসিপির শামসুল মুক্তাদিরকে মনোনয়ন 
নাটোরে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের পরিবারবর্গকে আর্থিক মঞ্জুরী প্রদান
মাদারীপুরে মাঠজুড়ে চলছে আমন ধান কাটার মহোৎসব
মুন্সীগঞ্জে আলু চাষের জমিতে আবাদের প্রস্তুতি চলছে
হরিণাকুণ্ডুতে মহিলা দলের নির্বাচনী সভা অনুষ্ঠিত
চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অভিবাসীর চাপে বিপর্যস্ত এডেন শহর
বরগুনায় ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি প্রার্থী নজরুলের নির্বাচনী মতবিনিময়
কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
১০