হরিণাকুণ্ডুতে মহিলা দলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫
ছবি : বাসস

ঝিনাইদহ, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নির্বাচনী সভা করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে হরিণাকুণ্ডু উপজেলা ও পৌর মহিলা দল।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম মজিদ। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পী, উপজেলা মহিলা দলের সভাপতি সেলিনা খাতুন, সাধারণ সম্পাদক সালমা খাতুন।

সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন। নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের আরও সংগঠিত হতে হবে। বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।  

তিনি বলেন, দেশে সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করতে হবে। এ সময় তিনি মহিলা দলের নেতাকর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এভারকেয়ারে বেগম খালেদা জিয়া ও হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল
ওসমান হাদিকে এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে পা রাখবেন তারেক রহমান
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
দক্ষিণ এশিয়ায় যুব জলবায়ু নেতৃত্বের বলিয়াপাড়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সোহানুর রহমান
ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর বাংলাদেশের
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন
১০