কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯
বৃহস্পতিবার জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

কুমিল্লা (উত্তর), ১১ ডিসেম্বর, ২০২৫(বাসস) : জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন,  দেশ নির্বাচনমুখী। নির্বাচনকে কেন্দ্র করে যেনো পরিস্থিতি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে সভার কার্যপত্র পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট জাফর সাদিক চৌধুরী।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ আহমেদ চৌধুরী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড.কাইউমুল হক রিংকু, বিএনপি কেন্দ্রীয়র সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির, নারী ও শিশু আদালতের পিপি এ্যাড. বদিউল আলম সূজন, অতিরিক্ত পিপি এ্যাড. মোতালেব হোসাইন, জামায়াত নেতা নজির আহমেদ, এবি পার্টির মহানগর আহ্বায়ক গোলাম সামদানি,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম হানিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়। কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সে দিকে সভায় উপস্থিত সকলকে  নজর রাখার জন্য জোর তাগিদ দেয়া হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং কোন কারণে তার অবনতি হয়ে জনসাধারণের জান-মালের ক্ষতি সাধন না হয়। 

এই বিষয়ে সভার সকলকে সজাগ থাকার বিশেষ তাগাদা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এভারকেয়ারে বেগম খালেদা জিয়া ও হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল
ওসমান হাদিকে এভায়কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে পা রাখবেন তারেক রহমান
বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গন দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
দক্ষিণ এশিয়ায় যুব জলবায়ু নেতৃত্বের বলিয়াপাড়া অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি সোহানুর রহমান
ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর বাংলাদেশের
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কৃষি সম্মেলন
১০