
বরগুনা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।
গতকাল বুধবার রাত ৮টায় পৌর শহরের বাজার সড়কে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা চেম্বার অব কমার্স এর ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কর্মকার।
প্রধান অতিথির বক্তব্য দেন বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক মাস্টার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ জেড এম সালেহ ফারুক, বিএনপি নেতা সামছুল আলম সানু, আবুল কালাম আজাদ। সভা পরিচালনা করেন হারুন অর রশিদ হাওলাদার।