
দিনাজপুর, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দিনাজপুর সদর-৩ আসনে এনসিপির শামসুল মুক্তাদিরকে মনোনয়ন দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টি- (এনসিপি) আহ্বায়ক শামসুল মুক্তাদির প্রেরিত এক প্রেস বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
এনসিপি জেলা কমিটির পক্ষ থেকে প্রেরিত বার্তায় দাবি করা হয়, বিগত জুলাই আন্দোলনে এই দেশের জনগন নতুন করে মৌলিক অধিকার ফিরে পেয়েছে। জনগণের মৌলিক অধিকার স্থায়ীভাবে বাস্তবায়নের লক্ষ্য এনসিপি যোগ্য প্রার্থীকে আগামী জাতীয় সংসদ নির্বাচন এমপি হিসেবে প্রতিষ্ঠিত করতে সারাদেশের ৩০০ আসনে প্রাপ্তি বাছাই করে তাদের মনোনয়ন দেওয়ার কার্যক্রম চূড়ান্ত করেছে।
প্রার্থী বাছাই পর্বে দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদিরকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, প্রশিক্ষক ও সংগঠক। বর্তমানে তিনি ইউনেস্কো শিক্ষা গবেষক, প্রশিক্ষক এবং সংগঠক হিসেবে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন ও গ্লোবাল কো-প্রসপারিটি ফাউন্ডেশন-এ কর্মরত আছেন।