শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:১০
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) :  পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাব। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসিনার প্রত্যর্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি জানান, তিনি এ ধরনের খবর কেবল গণমাধ্যমে দেখেছেন।

তিনি বলেন, আমি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাইনি।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে বাংলাদেশি আদালতে তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক মামলায় দণ্ডিত হন।

গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সর্বশেষ রায়ের পর তাকে ফেরত আনতে ঢাকা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসুন্ধরা গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সুপ্রিম কোর্টে ৮ সদস্যের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠন
এ্যাশেজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরলেন কামিন্স
অবৈধ সব ইটভাটা গুড়িয়ে দেওয়া হবে 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংস্কার বিষয়ে সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা
নরসিংদীতে ৩ নারী পেলেন জয়িতা প্রদক
খুলনায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার 
নির্বাচনের তফসিল : বিটিভি-বেতারে সিইসির ভাষণ রেকর্ড
সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি : ইসি সচিব
১০