ঝিনাইদহে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬
জেলায় আজ গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বেলা ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়। 

এ সভায় জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুল কাদের, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনরা এ সমন্বয় সভায় অংশ নেন।

এছাড়াও এ সমন্বয় সভায় জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় বলেন, গ্রাম আদালতকে কার্যকর করা গেলে উপকারোভোগী বা আইনের আশ্রয়প্রার্থীদের ভোগান্তি কমবে। আদালতে মামলা জট নিরসন হবে। সরকার গ্রাম আদালতের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগেও গ্রাম আদালত নিয়ে অনেক সংস্থা কাজ করছে। মানুষকে গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে বেশি করে জানাতে হবে।

এছাড়া সভায় গ্রাম আদালতের সুবিধা, নাগরিকের সুযোগ, বাস্তবতার ভিত্তিতে বিভিন্ন সমস্যা সমাধানের আলোচনা করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭৭ জন 
প্রাথমিকের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
টাঙ্গাইলে ৪টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
ঘূর্ণিঝড়ের ক্ষত সামলানোর আগেই নতুন বর্ষায় বিপাকে ফরাসি দ্বীপপুঞ্জ মায়োতে
টানা দুই বছর এমএলএস’র এমভিপি এ্যাওয়ার্ড জিতলেন মেসি
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সুসংহত করতে ভ্যাট ব্যবস্থার গুরুত্ব অপরিসীম : প্রধান উপদেষ্টা
রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার
বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপি কমিশনারের
১০