
মুন্সীগঞ্জ, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীর ডাকাতি হওয়া ৯৪ ভরি স্বর্ণসহ ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় স্বর্ণ বিক্রির সাড়ে ১৩ লাখ টাকা, পুলিশের ইউনিফর্ম ও ওয়াকিটকি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জাকির হোসেন (৩৮), আক্তারুজ্জামান মুন্সী (৪৩), মো. রমজান (৩৫), মো. রমজান আলী (৪০) এবং ইসমাইল হোসেন (৫০)।
এর মধ্যে গ্রেপ্তার মাইক্রোবাসচালক জাকির হোসেন নাটোরের নলডাঙ্গা থানার মাতনগর এলাকার বাসিন্দা, মো. আক্তারুজ্জামান মুন্সী কুমিল্লার দেবীদ্বার থানার বনকোট এলাকার বাসিন্দা, মাই টিভির আইডি কার্ড বহনকারী রমজান মাদারীপুরের শিবচর থানার চরজানাজাত এলাকার বাসিন্দা।
এছাড়া কৃষকলীগ নেতা রমজান আলী মানিকগঞ্জের হরিরামপুর থানার বকচর এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে। ইসলাম জুয়েলার্সের মালিক ইসমাইল হোসেন নোয়াখালীর কবিরহাট থানার নরসিংহপুর এলাকার আব্দুস সোবহানের ছেলে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম গতকাল বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ৮ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থানা এলাকায় পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে ২ স্বর্ণ ব্যবসায়ী বিজয় দাস এবং অজয় দাসকে অপহরণ করে ১৪৫ ভরি সোনা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গজারিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালায়। ২ দিন ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রথমে জাকির হোসেনকে লুন্ঠিত ১০ ভরি সোনা ও সোনা বিক্রির নগদ ৭ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
পরে একে একে স্বীকারোক্তি মোতাবেক অন্যান্য ডাকাতদের ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির ৯৪ ভরি ১৪ আনা স্বর্ণালংকার, স্বর্ণ বিক্রয়ের সাড়ে ১৩ লাখ টাকা, ডাকাতির কাজে ব্যবহ্নত ২টি হ্যান্ডকাপ, ২টি ওয়াকিটকি, পুলিশের ৩ সেট ইউনিফর্ম, ও ৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ইসতিয়াক আশফাক রাসেল জানান, গ্রেপ্তারকৃতদের কোর্টে চালান দিয়ে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।