
ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : টেসলা ও স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মনে করেন, যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় কমানোর উদ্যোগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডোজ) কিছুটা সফল হয়েছিল। তবে তার মতে, ওই সময়ে তিনি নিজের কোম্পানিগুলোতে মনোযোগ দিলে আরও ভালো হতো।
ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
মঙ্গলবার প্রকাশিত এক পডকাস্ট সাক্ষাৎকারে মাস্ক এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নিয়েছেন কেটি মিলার, ডোজের সাবেক মুখপাত্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-প্রধান স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী।
হোয়াইট হাউসের নির্বাহী ভবনের একটি ছোট দফতর থেকে কয়েক মাস ডোজ-এর কার্যক্রম পরিচালনা করেন মাস্ক। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিনি যুক্তরাষ্ট্রের সরকারি কর্মী ও সংস্থাগুলোতে ব্যাপক ছাঁটাই করেন।
তবে জুনে হোয়াইট হাউসের কর ও ব্যয় বিল নিয়ে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। মাস্ক বিলটিকে ‘পুরোপুরি পাগলামি ও ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করেন।
ডোজ-এ আবার কাজ করবেন কি না, এমন প্রশ্নে মাস্ক বলেন, ‘না, আমার মনে হয় না।’
তিনি আরও বলেন, ‘ডোজ-এ কাজ করার বদলে যদি আমি আমার কোম্পানিগুলোতে কাজ করতাম। তবে তখন হয়তো গাড়িগুলো পোড়ানো হতো না।’
তার এ মন্তব্য টেসলার শোরুম ও চার্জিং স্টেশনে ভাঙচুরের ঘটনার প্রতি ইঙ্গিত করে।
মাস্ক বলেন, ‘আমরা কিছুটা সফল হয়েছিলাম। অনেক অর্থ বন্ধ করেছি, যেগুলো আসলে অর্থহীন ছিল, পুরোপুরি অপচয় ছিল।’
তবে ডোজ-এর প্রকৃত সাশ্রয় কতটা হয়েছে তা স্পষ্ট নয়। স্বাধীন পর্যবেক্ষকরা বলছেন, সরকারের দাবি করা অঙ্কের সঙ্গে বাস্তবের মিল নেই। সরকারি ওয়েবসাইটে বর্তমানে ২১৪ বিলিয়ন ডলার সাশ্রয়ের কথা বলা হলেও তা প্রকৃত সাশ্রয় নয় বলে মনে করছেন তারা।