খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হতে পারে : ডা. জাহিদ

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ২২:৪৩
ছবি: বাসস

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যেকোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে।  এমনটাই জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘আমরা বলতে চাই বেগম খালেদা জিয়া  আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন তেমন সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা তিনি পাচ্ছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন রেসপন্স করছেন।'

বুধবার রাত পৌনে ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ডা. জাহিদ বলেন, 'গত শুক্রবার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সেসময় ফ্লাই করার উপযুক্ত না থাকায় আমরা তাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি।'

তিনি আরও বলেন, 'তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা যেন তিনি (খালেদা জিয়া) পেতে পারেন, সেজন্য চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে।'

'আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সদস্যরাও আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনে তাকে যেকোনো সময় দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে,' বলেন ডা. জাহিদ।'

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, 'অনেকে সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই যেন, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর বিষয়ে আবেগ বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি না করি।'

গত পাঁচদিনের মধ্যে বেগম খালেদা জিয়ার শারিরীক পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, যেহেতু বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা আছে। সবাই তার স্বাস্থ্য সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে চায়। সেই জন্যই আমরা এসেছি। কিন্তু মনে রাখতে হবে সবার শেষে তিনি একজন রোগী। নিজস্ব কিছু 'এথিক্যাল রাইটস প্রিভিলেজ' আছে। ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসেবে সকল কিছুই আপনাদের কাছে প্রকাশ্যে বলে দিওতে পারি না। এটা মেডিকেল সাইন্সে কোন অবস্থাতেই মিট করে না।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে আগের মতোই চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল সাইন্সের ভাষায় যদি বলি ‘ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট ’এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন।

খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, দেশনেত্রীর নিকটাত্মীয় বিশেষ করে সার্বক্ষণিকভাবে তাঁর চিকিৎসা তদারকি করছেন এবং তাঁর ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও ভাই শামীম ইসকান্দার ম্যাডামের বোনসহ সকলেই এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে খোঁজ রাখছেন। 

এমনকি দলের মহাসচিবসহ স্থায়ী কমিটি এবং সর্বোচ্চ পর্যায়ের সকল পর্যায়ের নেতাকর্মীরা তার খোঁজখবর রাখছেন। এর বাইরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতারা চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন।

ডা. জাহিদ বলেন,  দেশের ১৭ কোটি মানুষের কাছে আকুল জানাই যে তারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবসময় যে দোয়া করে চলেছেন সেটি যাতে অব্যাহত রাখেন। আল্লাহর অশেষ মেহেরবানীতে দেশনেত্রী যাতে এবারে তার  শারীরিক সংকটময়  অবস্থা অতিক্রম করছেন সেটি যাতে সফলভাবে অতিক্রম করতে পারেন। সেজন্য সবার কাছে সহযোগিতা চাই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০