
নরসিংদী, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, নরসিংদীতে রায়পুরা উপজেলায় সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার আছে। যত তাড়াতাড়ি সম্ভব কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে।
এসময় পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, পুলিশের রান্নাঘর, খেলার মাঠ, পুকুর ও পুলিশ লাইনের বিভিন্ন স্থান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা।
এছাড়াও পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এর আগে পুলিশ লাইনে একটি বৃক্ষরোপন করেন তিনি।
এসময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল-ফারুকসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।