
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দেশের তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন বয়সী তরুণদের হাতে ও ডিজিটাল মাধ্যমে আঁকা কার্টুন এবং কমিক স্ট্রিপ প্রতিযোগিতার ফল ঘোষণা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ১২ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে জয়নুল গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিরা।
‘দুর্নীতি ও মানবাধিকার’ বিষয়ে আয়োজিত ২০তম কার্টুন প্রতিযোগিতায় হাতে আঁকা ‘ক’ বিভাগে (১৩-১৮ বছর) প্রথম স্থান অধিকার করেন রংপুর ক্যাডেট কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুজ্জামান সিন।
একই কলেজের মো. আরাফাত ইসলাম সিফাত দ্বিতীয় ও মো. এরশাদুল আযম ইমন তৃতীয় স্থান অধিকার করেন। ‘খ’ বিভাগে (১৯-২৫ বছর) প্রথম হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আবদুল্লাহ আল যুনায়েদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের মং সোনাই রাখাইন দ্বিতীয় এবং তেজগাঁও কলেজের মো. আব্দুর রহমান তালুকদার তৃতীয় স্থান অধিকার করেন।
উভয় গ্রুপের বিজয়ীদের যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার ও ৪০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ডিজিটাল মাধ্যমে আঁকা কার্টুন ক্যাটাগরিতে বিজয়ী হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহছিন আহম্মেদ আকিব এবং কমিক স্ট্রিপ ক্যাটাগরিতে বিজয়ী হন মো. কাজী সাফায়েত হোসেন সাগর। এই দুই বিভাগে বিজয়ীদের ৭৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়া সবগুলো ক্যাটাগরি থেকে মোট ৫১টি কার্টুনকে বিশেষ মনোনয়ন দেওয়া হয়।
উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন বা ডেভেলপমেন্ট কো-অপারেশন বিভাগের প্রধান ইভা স্মেডবার্গ, একই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি পাওলা ক্যাস্ট্র নিডারস্টাম, নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) কর স্টাউটেন, ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার এমা উইন্ড এবং সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার-গভর্ন্যান্স ও হিউম্যান রাইটস সাবিনা ইয়াসমিন লুবনা।
এ সময় দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিচারক কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব এবং নিউ এজ পত্রিকার সিনিয়র কার্টুনিস্ট মেহেদি হকও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর হাতে আঁকা, ডিজিটাল মাধ্যম ও কমিক স্ট্রিপ এই তিন ক্যাটাগরিতে ১৯৯ জন কার্টুনিস্টের সর্বমোট ৪১০টি কার্টুন জমা পড়ে। এর মধ্যে হাতে আঁকা কার্টুনের দুটি বিভাগে ৩৩৯টি, ডিজিটাল বিভাগে ৪৪টি এবং কমিক স্ট্রিপ বিভাগে ২৭টি কার্টুন জমা পড়ে। প্রতিযোগিতার বিজয়ী ও বিশেষ মনোনয়ন প্রাপ্ত ৪২ জন কার্টুনিস্টের মোট ৫৯টি কার্টুন নিয়ে ১২ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা সবার জন্য উন্মুক্ত।
আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনী প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। পাশাপাশি, ভার্চুয়াল গ্যালারিতেও (https://ti-bangladesh.org/virtual-gallerz) এই প্রদর্শনী দেখা যাবে।