জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম

বাসস
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০০:১১
ফাইল ছবি

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে নীতি ও নেতৃত্বের সততা দরকার তা ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছে। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীদের জয়ী করতে হবে।

বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসব কথা বলেছেন।

খুলনা নগরীর খালিশপুর মুজগুন্নীস্থ জামি’আ রশিদীয়া গোয়ালখালী মাদরাসা’র শায়েখ ফজলুল করীম রহ: অডিটোরিয়ামে খুলনা-৩ আসনের নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

এসময় মুফতি রেজাউল করীম আরও বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইসলামের ন্যায়নীতি ছাড়া পথ খোলা নেই। বিগত সরকার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দুর্নীতিকে উৎসবে পরিণত করেছিল। 

তিনি অভিযোগ করে বলেন, যদি ইসলামী নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দেশের প্রতিটি সেক্টরে কুরআনের নীতি-আদর্শ প্রতিষ্ঠিত হবে। 

খুলনা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করীমের সভাপতিত্বে ও সমন্বয়কারী এস এম হাদিছুর রহমান তুষারের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, খুলনা-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও খুলনা-৪ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও  খুলনা-২ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমানুল্লাহ প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
ডিএমপির নভেম্বরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ যারা
১০