
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল শাখা ছাত্রদল।
বুধবার বাদ আসর হল প্রাঙ্গণে এই দোয়া মাহফিল হয়।
সভাপতিত্ব করেন রোকেয়া হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শ্রাবণী আক্তার। অনুষ্ঠানের শুরুতে তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, কর্ম ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আয়েশা মনি।
এ সময় উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও হল শাখা নেতারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা, যুগ্ম আহ্বায়ক সাকিবা সুলতানা বন্যা ও মেহনাজ রহমান নিস্ফাসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।