সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:০০
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্রথমবারের মতো সরকারি সফরে বেইজিং গেছেন। তার এই সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার অঙ্গীকার করেছেন।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শাইবানির এই সফরকে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন থাকার পর গত ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে নতুন ইসলামপন্থী নেতৃত্ব দেশ পরিচালনার দায়িত্ব নেয়।

আজ সোমবার ওয়াং ই বলেন, চীন সিরিয়াকে শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা ও উন্নয়ন সমন্বয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে।

তিনি আরও জানান, রাজনৈতিক আলোচনার মাধ্যমে জনগণের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশ পুনর্গঠনের পরিকল্পনায়ও সহায়তা করবে বেইজিং।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার পথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত।

ক্ষমতায় আসার পর সিরিয়ার নতুন নেতৃত্ব অতীতের সহিংসতা থেকে সরে এসে দেশে ও বিদেশে আরও সংযত ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে।

২০১১ সালে আসাদ সরকার বিরোধী আন্দোলন দমন করতে চাইলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এতে অনেক মানুষ নিহত এবং দেশের অবকাঠামো ধ্বংস হয়ে যায়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে চীন দীর্ঘদিন ধরে দামেস্ককে কূটনৈতিক সহযোগিতা করে আসছে।

২০২৩ সালে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগমুহূর্তে আসাদ চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সেটিই ছিল ২০০৪ সালের পর তার প্রথম চীন সফর। সে সময় সি সিরিয়ার সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ ঘোষণা করেন এবং দুই দেশের সম্পর্ককে আন্তর্জাতিক পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ বলে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ : গণসংহতি আন্দোলন
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
১০