
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস): থাই-মালয়েশিয়া উপকূলে ১১ দিন আগে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অভিবাসীদের অনুসন্ধান আজ সোমবার সমাপ্ত ঘোষণা করেছে মালয়েশিয়া। অনুসন্ধানে মোট ৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টাকালে গত ৬ নভেম্বর থাইল্যান্ডের তারুতাও দ্বীপের কাছে নৌকাডুবির পর থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মালয়েশিয়ার সরকারি কর্মকর্তারা জানান, নৌকাটিতে প্রায় ৭০ জন অবৈধ অভিবাসী ছিল, যাদের বেশিরভাগই মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের।
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)-এর উত্তরাঞ্চলীয় কেদাহ ও পেরলিস রাজ্যের উপ-পরিচালক জাইনুদ্দিন মোহাম্মদ জুকি সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
মালয়েশিয়ার উদ্ধারকারীরা এ পর্যন্ত ২৯ জনের মরদেহ উদ্ধার করেছে, অন্যদিকে থাই কর্তৃপক্ষ আরও সাতজনের মরদেহ উদ্ধার করেছে।