ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ২০:২১
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে গত সপ্তাহ থেকে ভূমিধসের তিনটি ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে পৌঁছেছে এবং ৩০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে বলে আজ সোমবার একজন দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি  এ খবর জানায়।

গত বৃহস্পতিবার প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস মধ্য জাভা প্রদেশের চিলাচাপ জেলার কয়েকটি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি বয়ে আনে। এর আগে শনিবার ও রোববার মধ্য জাভার বানজারনেগারা জেলার একটি গ্রামে আরো দু’টি ভূমিধস হয় বলে জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন।

গত শনিবার নিহতের সংখ্যা ১১ জন বলা হয়। তবে, আবদুল মুহারি জানান, সোমবার চিলাচাপে উদ্ধারকারীরা আরো তিনজনের মরদেহ খুঁজে পেয়েছেন।

চিলাচাপ ভূমিধস নিয়ে দেওয়া এক বিবৃতিতে আজ তিনি বলেন, এই মরদেহসহ  ভূমিধসে নিহতের সংখ্যা  ১৬ জনে পৌঁছেছে।

তিনি আরো জানান, সেখানে সাতজন নিখোঁজ রয়েছে এবং অন্তত ১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ সংস্থার প্রধান সুহারিয়ানতো কমপাস টিভিতে সম্প্রচারিত বক্তব্যে বলেন, অগ্রাধিকার ভিত্তিতে নিখোঁজদের অনুসন্ধান চলছে এবং ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে পরামর্শক্রমে এটি অব্যাহত থাকবে।

সুহারিয়ানতো আরও জানান, স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসন নির্মাণের একটি এলাকা নির্ধারণ করেছে এবং প্রায় ৩০০ পরিবারকে সেখানে পুনর্বাসন করা যেতে পারে।

আবদুল মুহারি  পৃথক এক বিবৃতিতে জানান, বানজারনেগারায় দু’জন নিহত হয়েছে এবং অন্তত ২৭ জন নিখোঁজ রয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন অঞ্চলে আরো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ : গণসংহতি আন্দোলন
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
১০