পটুয়াখালীতে মাছ ব্যবসায়ীদের মধ্যে ইনসুলেটেড কনটেইনার বিতরণ

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৮
মাছ ব্যবসায়ীদের মধ্যে ইনসুলেটেড কনটেইনার বিতরণ। ছবি : বাসস

পটুয়াখালী, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ইনসুলেটেড কনটেইনার বিতরণ করেছে বাউফল উপজেলা প্রশাসন। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় এসব স্টেইনলেস স্টিল কভার কনটেইনারগুলো বিতরণ করা হয়।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ গোলচত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ।

উপজেলা প্রশাসন জানায়, মাছ পরিবহন ও সংরক্ষণে মান বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় আধুনিক প্রযুক্তির এই বক্সগুলো মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের সহায়তা করবে।

কনটেইনার পেয়েছেন বাউফল পৌরসভার মৃত মোহাম্মদ হাওলাদারের ছেলে লালন মিয়া (৪০), লাল মিয়ার ছেলে জাফর (৪৫), আবুল কালাম মৃধার ছেলে করিম মৃধা (৪১), মো. চান্দু মিয়ার ছেলে জাকির হোসেন (৪২)।

এসব কনটেইনার বিতরণের মাধ্যমে মৎস্য পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থায় গুণগত উন্নয়ন ঘটবে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ইউএনও আমিনুল ইসলাম বলেন, জলবায়ু সহনশীল কৃষি ও মৎস্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্প তারই অংশ।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা আধুনিক সুবিধা সম্পন্ন এসব কনটেইনার পেয়ে সন্তোষ প্রকাশ করে জানান, এতে মাছের মান রক্ষা ও বাজারজাতকরণ আরও সহজ হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ : গণসংহতি আন্দোলন
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
১০