এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে তোলার ছবি এআই নির্মিত : ফ্যাক্টওয়াচ

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ আপডেট: : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৪

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এসব ছবির কোনোটি বাস্তব নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তা তৈরি করা হয়েছে।

ফ্যাক্টওয়াচ জানায়, উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী  ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হচ্ছে— এমন দাবিতে ছবিগুলো প্রচার হচ্ছে। সেখানে দেখা যায়, স্ট্রেচারে শায়িত অবস্থায় তাকে একটি ছোট হেলিকপ্টার বা এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। কিন্তু অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালেই ভর্তি রয়েছেন। প্রকাশিত ছবিগুলো সম্পূর্ণ এআই-নির্মিত।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, এগুলো কোনো বাস্তব দৃশ্যের ছবি নয়।

দেশে চলমান গুজব ও ভুয়া খবর প্রতিরোধ এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে ফ্যাক্টওয়াচ। এটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ এসব বিষয় নজরে রেখে সত্য তুলে ধরা এবং গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০