সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০
সুনামগঞ্জ পৌর শহরে অবস্থিত শহীদ জগৎজ্যোতি লাইব্রেরী মিলনায়তনে সুনামগঞ্জে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

সুনামগঞ্জ, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস): সুনামগঞ্জে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির আয়োজনে আজ দুপুর ২. ৩০ মিনিটে সুনামগঞ্জ পৌর শহরে অবস্থিত শহীদ জগৎজ্যোতি লাইব্রেরী মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, দেশকে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে পারলে কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সুজনের জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। 

সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের পরিচালনায় আলোচনায় অংশ নেন, সুজনের উপদেষ্টা অধ্যক্ষ (অব.) সৈয়দ মুহিবুল ইসলাম, সিভিল সার্জন (অব.) ডা. মনোযার আলী, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, বীর মুক্তিযোদ্বা আবু সুফিয়ান, লেখক সুখেন্দু সেন, হাওর বাচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের, জেলা সুজনের সহসভাপতি আলী হায়দার, শাহীনা চৌধুরী রুবি, শহীদ জগৎজ্যোতি লাইব্রেরির সাধারণ সম্পাদক খলিল রহমান, জাসদের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, মাওলানা মুবাশ্বির আলী প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ 
ওসমান হাদিকে গুলির ঘটনায় ক্ষুব্ধ গণতান্ত্রিক সংস্কার জোট
ওসমান হাদিকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ তারেক রহমানের
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
১০