ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ।
আজ বিকেলে সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ ১-০ গোলে হারিয়েছে শাহজাদপুর উপজেলাকে। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে গোল করে সিরাজগঞ্জ পৌরসভাকে এগিয়ে দেন জাম্বিয়ার খেলোয়াড় প্যাট্রিক।
ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টির আবেদন জানায় শাহজাদপুর। কিন্তু তাতে সাড়া দেননি ম্যাচের রেফারি রেজাউল করিম খান। এরপর মাঠ ছেড়ে যায় শাহজাদপুরের খেলোয়াড়রা।
ম্যাচের শেষ ১০ মিনিট শাহজাদপুর দল মাঠে না ফেরায় সিরাজগঞ্জ পৌরসভাকে ১-০ গোলে জয়ী ঘোষণা করেন রেফারি।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিরাজগঞ্জ পৌরসভা একাদশের গোলরক্ষক ও অধিনায়ক মো. কাশেম।