তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। 

জেলা স্টেডিয়ামে আজ সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা, একটি পৌরসভা, অফিসার্স ক্লাব ও স্থানীয় তিনটি ক্লাবসহ মোট ১৫টি দল অংশ নিচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘ক্রিকেটে বাংলাদেশের অনেক গৌরব রয়েছে। ক্রিকেটের কারণে বাংলাদেশ আজ  বিশ্বের কাছে বিশেষভাবে পরিচিতি পেয়েছে।  সেই জায়গা থেকে নওগাঁ জেলাও পিছিয়ে থাকবে না। নওগাঁতে ছোট ছোট অনেক ক্লাব ও টিম আছে, যারা খেলাধুলা করে থাকে। আমরা চাই নওগাঁতেও ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচিত হোক। সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে উদীয়মান তরুণ খেলোয়াড়রা যেন নিজেদেরকে মেলে ধরতে পারে- সে জন্যই এই টুর্নামেন্টের আয়োজন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ পৌর প্রশাসক টি.এম.এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ আরও অনেকে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সদর উপজেলা ও রাণীনগর উপজেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন 
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা: ভূমিধ্বসের আশঙ্কা 
১০