রোগ প্রতিরোধ ও টেলিমেডিসিন সেবায় হেপাটোলজি সোসাইটির গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:২৪ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩১
রোববার বিএসএমএমইউয়ে টেলিমেডিসিন সেবা কার্যক্রম। ছবি : বাসস

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের ক্লাস রুমে এই জেনারেল মিটিং (এজিএম) অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে সোসাইটির পক্ষ থেকে লিভার রোগ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধে কার্যক্রম জোরদার, তৃণমুলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

পাশাপাশি, দুঃস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ও সোসাইটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজস্ব তহবিল বৃদ্ধি করার ওপর জোর দেন।

উল্লেখ্য, এজিএমে হেপাটোলজি সোসাইটির নবগঠিত কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, হেপাটোলজি সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ এবং বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও মহাসচিব নির্বাচিত হয়েছেন বারডেমের সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম আযম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. মো. মাহবুবুল আলম।

নির্বাচিত অন্যান্যরা হলেন বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম এলিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. কামরুল আনাম, সাংগঠনিক সম্পাদক এসকেএম নাজমুল হাসান, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক ডা. তানভীর আহমেদ, সদস্য অধ্যাপক ডা. মো. একমত আলী, ডা. মো. মোতাহার হোসেন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. নুরুল ইসলাম এবং ডা. মো. হারুন অর রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০