রোগ প্রতিরোধ ও টেলিমেডিসিন সেবায় হেপাটোলজি সোসাইটির গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:২৪ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩১
রোববার বিএসএমএমইউয়ে টেলিমেডিসিন সেবা কার্যক্রম। ছবি : বাসস

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের ক্লাস রুমে এই জেনারেল মিটিং (এজিএম) অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে সোসাইটির পক্ষ থেকে লিভার রোগ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধে কার্যক্রম জোরদার, তৃণমুলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

পাশাপাশি, দুঃস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ও সোসাইটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজস্ব তহবিল বৃদ্ধি করার ওপর জোর দেন।

উল্লেখ্য, এজিএমে হেপাটোলজি সোসাইটির নবগঠিত কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, হেপাটোলজি সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ এবং বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও মহাসচিব নির্বাচিত হয়েছেন বারডেমের সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম আযম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. মো. মাহবুবুল আলম।

নির্বাচিত অন্যান্যরা হলেন বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম এলিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. কামরুল আনাম, সাংগঠনিক সম্পাদক এসকেএম নাজমুল হাসান, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক ডা. তানভীর আহমেদ, সদস্য অধ্যাপক ডা. মো. একমত আলী, ডা. মো. মোতাহার হোসেন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. নুরুল ইসলাম এবং ডা. মো. হারুন অর রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০