রোগ প্রতিরোধ ও টেলিমেডিসিন সেবায় হেপাটোলজি সোসাইটির গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:২৪ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩১
রোববার বিএসএমএমইউয়ে টেলিমেডিসিন সেবা কার্যক্রম। ছবি : বাসস

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের ক্লাস রুমে এই জেনারেল মিটিং (এজিএম) অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে সোসাইটির পক্ষ থেকে লিভার রোগ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধে কার্যক্রম জোরদার, তৃণমুলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

পাশাপাশি, দুঃস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ও সোসাইটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজস্ব তহবিল বৃদ্ধি করার ওপর জোর দেন।

উল্লেখ্য, এজিএমে হেপাটোলজি সোসাইটির নবগঠিত কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, হেপাটোলজি সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ এবং বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও মহাসচিব নির্বাচিত হয়েছেন বারডেমের সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম আযম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. মো. মাহবুবুল আলম।

নির্বাচিত অন্যান্যরা হলেন বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম এলিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. কামরুল আনাম, সাংগঠনিক সম্পাদক এসকেএম নাজমুল হাসান, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক ডা. তানভীর আহমেদ, সদস্য অধ্যাপক ডা. মো. একমত আলী, ডা. মো. মোতাহার হোসেন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. নুরুল ইসলাম এবং ডা. মো. হারুন অর রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাস ও অপরাধ দমনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান লালমনিরহাট পুলিশ সুপারের
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
১০