রোগ প্রতিরোধ ও টেলিমেডিসিন সেবায় হেপাটোলজি সোসাইটির গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:২৪ আপডেট: : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৩১
রোববার বিএসএমএমইউয়ে টেলিমেডিসিন সেবা কার্যক্রম। ছবি : বাসস

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের ক্লাস রুমে এই জেনারেল মিটিং (এজিএম) অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম তার বক্তব্যে সোসাইটির পক্ষ থেকে লিভার রোগ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধে কার্যক্রম জোরদার, তৃণমুলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

পাশাপাশি, দুঃস্থ ও গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ও সোসাইটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজস্ব তহবিল বৃদ্ধি করার ওপর জোর দেন।

উল্লেখ্য, এজিএমে হেপাটোলজি সোসাইটির নবগঠিত কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, হেপাটোলজি সোসাইটির নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ এবং বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও মহাসচিব নির্বাচিত হয়েছেন বারডেমের সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম আযম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. মো. মাহবুবুল আলম।

নির্বাচিত অন্যান্যরা হলেন বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম এলিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. কামরুল আনাম, সাংগঠনিক সম্পাদক এসকেএম নাজমুল হাসান, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক ডা. তানভীর আহমেদ, সদস্য অধ্যাপক ডা. মো. একমত আলী, ডা. মো. মোতাহার হোসেন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. নুরুল ইসলাম এবং ডা. মো. হারুন অর রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০