রাজশাহী, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪ টা পর্যন্ত চলে। বিকেল ৪ টায় ভোটগ্রহণের সময় শেষ হলেও কোনো কোনো কেন্দ্রে বিকেল সোয়া ৪ টা পর্যন্ত ভোটারদের লাইন ছিল।
ভোটগ্রহণ চলাকালে অপ্রীতিকর কোনো ধরণের ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই ভোট প্রদানের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। শিক্ষার্থীরা রাকসুতে প্রথম ভোট দিতে পেরে উচ্ছাস প্রকাশ করেন।
এদিকে, বিকেল পৌনে ৪ টার দিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবির সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠুভাবে ভোট গণনার দাবি জানান। সুষ্ঠুভাবে ভোট গণনা হলে তার প্যানেল জয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন কমিশনের তথ্য মতে, রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচনের ২৮৩ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৬০ জন প্রার্থী। রাকসুর ২৩ টি পদের বিপরীতে ৩০৫ জন, সিনেটের পাঁচটি পদের বিপরীতে ৫৮ জন এবং ১৭টি হলের প্রত্যেকটিতে ১৫টি পদের বিপরীতে ৫৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ৩৯.১ শতাংশ ছাত্রী এবং ৬০ দশমিক ৯ শতাংশ ছাত্র।
নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে মাঠে রয়েছে ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব সদস্য।
ভোটগ্রহণ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।