মিরপুরের অগ্নিকাণ্ড তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩০
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু এবং আরও কয়েকজন আহতের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোমে অবস্থানরত প্রধান উপদেষ্টাকে মিরপুরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের খবর জানানো হলে তিনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন এবং নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বলে রোম থেকে আজ সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি"।

শফিকুল আলম বলেন, অতীতেও দেশে কেমিক্যাল কারখানায় এমন দুর্ঘটনা ঘটেছে। সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও দেখা যায়, কিছু লোক এখনো অবৈধভাবে এ ধরনের কারখানা স্থাপন করে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বৈধ লাইসেন্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনিরাপত্তা ছাড়পত্র ছিল কি না, তা যাচাইয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে ওএমএসের আটাসহ গ্রেফতার ১
দীঘিনালার দিব্য রাজ কানন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন
কর পরিধি বাড়াতে শুল্ক ও ভ্যাট প্রশাসনের পুনর্গঠন এনবিআরের
দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা
সিলেটের ৩ উপজেলায় বিএনপির গণসমাবেশ
ভেনিজুয়েলার বন্যায় ১৪ খনি শ্রমিকের প্রাণহানি
দুদকের অভিযানে স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ
গাজা থেকে আরও চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস : ইসরাইল
শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে মাগুরা জেলা প্রশাসন
সিরাজগঞ্জে আন্না রানী দাস হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই : বাংলাফ্যাক্ট
১০