মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৪:১৭

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : মেক্সিকোর সিনালোয়া রাজ্যে সোমবার পুলিশের সাথে  বন্দুকযুদ্ধে ১৩ সন্দেহভাজন মাদক চক্রের সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের গুয়াসাভেতে সংঘর্ষের পর আরও চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং গ্যাং কর্তৃক অপহৃত নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে।’

তিনি বলেন, একটি সেতুর নিচে লুকিয়ে থাকা বন্দুকধারীরা টহলরত নিরাপত্তা কর্মীদের ওপর আক্রমণ চালায়, যার ফলে অফিসাররা পাল্টা জবাব দিতে বাধ্য হন।

গার্সিয়া হারফুচ বলেন, গুলাগুলির পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা সাতটি যানবাহন, উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র এবং সরঞ্জাম জব্দ করেছেন।

স্থানীয় একটি শক্তিশালী কার্টেলের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে সিনালোয়া এক বছরেরও বেশি সময় ধরে অস্থির রয়েছে। এই সহিংসতায় কমপক্ষে এক হাজার ৭শ’ জন নিহত হয়েছে, যার মধ্যে ৫৭ জন নাবালক এবং প্রায় ২ হাজার নিখোঁজ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
নাচোলের ইউএনও’র প্রকৃত বাবা- মা নিশ্চিতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত দুদকের
ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা  
নেইমারের সাথে নতুন চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী সান্তোস
শিগগিরই আসছে ২,৫০০ কোটি টাকার ৭ম বিনিয়োগ সুকুক
হকাররা বিকাল ৪টার আগে নিউ মার্কেট মোড়ে বসতে পারবেন না: চসিক মেয়র 
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টায় গুরুত্বারোপ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১০১ জন
১০