নানা কর্মসূচিতে সিভাসু’তে বিশ্ব খাদ্য দিবস পালিত

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২০:২৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বিশ্ব খাদ্য দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা, খাদ্য প্রদর্শনী, ই-পোস্টার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আলোচনা সভা।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এরপর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ ভবনের সামনে বিশ্ব খাদ্য দিবস-২০২৫ উপলক্ষে কেক কাটা হয়। পরে সিভাসু অডিটোরিয়ামের সামনে খাদ্য প্রদর্শনীর আয়োজন করা হয় ।

এ উপলক্ষে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও ই-পোস্টার প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্রেগ্রেন্স (প্রা.) লিমিটেডের পরিচালক মো. রুহুল আমিন এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আনসেলম এল. মার্টিন।

অনুষ্ঠানে বিশ্ব খাদ্য দিবসের মূল প্রতিপাদ্যের ওপর প্রেজেন্টেশন দেন ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল মতিন। শেষে হেলদি মিল ফর বেটার ফিউচার ও ই-পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
সারা দেশে একযোগে লালন উৎসব ও লালন মেলার উদ্বোধন আগামীকাল
ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীর উত্তম এর রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতাু২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত
চলতি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ৯.৬ শতাংশ বেড়েছে
অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
১০