চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ২১:২৪
নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ছবি : বাসস

চট্টগ্রাম, ৫ নভেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর শাহ আমানত (রা.) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে মাজার সংলগ্ন তার শ্বশুর ও মুরব্বিদের কবর জিয়ারত করেন। পরে সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।  

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে গুম-খুন, হামলা-মামলার ভয় উপেক্ষা করে ১৭ বছর হাটহাজারী ও বায়েজিদ এলাকার সর্বস্তরের জনগণ তথা চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিএনপিকে তৃণমূলের সুসংগঠিত করেছি, তার প্রতিদান স্বরুপ দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ধানের শীষ’কে আমার মাধ্যমে এলাকার জনগণের কাছে আমানত হিসেবে দিয়েছেন। নিশ্চয়ই হাটহাজারীবাসী ও বায়েজিদ এলাকার জনগণ এই আমানতকে সম্মান দেখিয়ে ‘ধানের শীষ’কে সর্বোচ্চ ভোটে  বিজয়ী করবেন ইনশাআল্লাহ। 

ব্যারিস্টার মীর হেলাল তাঁকে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় তারেক রহমান এবং সর্বাধিক সমর্থন ও দোয়া করায় চট্টগ্রাম-৫ আসনের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি অতীতে যেভাবে চট্টগ্রাম মহানগর উত্তর  ও দক্ষিণ জেলার সব নেতাকর্মী সমর্থক সহ চট্টগ্রামবাসী নৈতিক সমর্থন যুগিয়েছে তার মর্যাদা আমৃত্যু ধরে রাখার  প্রতিশ্রুতি দেন। 

পরে তিনি সেখান থেক হাটহাজারীস্থ লালিয়ার হাট এলাকায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এমপি’র কবর জেয়ারত করেন। পরে তিনি সাবেক হুইপ ওয়াহিদুল আলমের বাড়িতে যান এবং তার দুই ছোটভাই ও অন্যান্য আাত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদেরকে নিয়ে তিনি এলাকায় গণসংযোগ করেন। এরপর নিজ গ্রামের বাড়ি মীরেরখীলে যান এবং তার দাদা-দাদির ও অন্যান্য মুরব্বিদের কবর জিয়ারত করেন। পরে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। 

এ সময় হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, বায়েজিদ থানা বিএনপি’র সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুন, সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০