স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ২২:১৪

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): আন্তঃসীমান্ত ই-কমার্স লেনদেন থেকে স্বল্পমূল্যের রপ্তানি আয় দ্রুত ও সহজে দেশে আনার প্রক্রিয়াকে আরও সুগম করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

আজ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, অর্থ প্রাপ্তি আরও সহজ করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএসপি) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা (পিএসপি) এখন থেকে রপ্তানি আয় দেশে আনার প্রক্রিয়া পরিচালনা করতে পারবে।

সার্কুলার অনুযায়ী, এই সুবিধাটি বিশেষভাবে ১ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এ ধরনের রপ্তানিতে ইএক্সপি ফর্মে ঘোষণার প্রয়োজন হবে না।

এই পরিষেবা প্রদানকারী এমএফএসপি এবং পিএসপি-দের জন্য বেশ কয়েকটি বাধ্যতামূলক শর্ত নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রথমত এমএফএসপি এবং পিএসপি-দেরকে এফই সার্কুলার নং ৩১/২০২৫ এর ৫৯ অনুচ্ছেদে বর্ণিত নির্দেশাবলি মেনে চলতে হবে। যেকোনো ই-কমার্স রপ্তানিকারককে সেবা দেয়ার আগে তাদের যথাযথ যাচাই-বাছাই করতে হবে।

এই প্রোভাইডাররা রপ্তানিকারকদের কাছ থেকে ইলেকট্রনিক বিল অব এক্সপোর্ট প্রাপ্তির পরেই গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ জমা করবে।

গ্রাহকদের অ্যাকাউন্টে অর্থ জমা করার জন্য ব্যবহৃত তহবিল অবশ্যই মনোনীত অথরাইজড ডিলারদের (এডি) কাছে এমএফএসপি এবং পিএসপি-দের পরিচালিত সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে নিতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, রপ্তানি আয় দেশে আনার বিষয়ে অন্যান্য সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং এ নির্দেশনা সংশ্লিষ্ট সকল পক্ষকে জানাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
১০