
রংপুর, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): রংপুর সিটি করপোরেশন (আরসিসি)-এর পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিনের বর্জ্য ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন। নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঝাড়ুদার, ড্রেনার ও ভ্যানচালকসহ প্রায় আট শতাধিক পরিচ্ছন্নতা কর্মী।
আরসিসি কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত আছেন ৪৫৪ জন ঝাড়ুদার, ৬৫ জন ড্রেনার, ২৮ জন টালি ভ্যানচালক, ৮৬ জন রিকশা ভ্যানচালক, ১৪০ জন ট্রাক কর্মী এবং ৬০ জন গ্যাং কুলি। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা নগরের সড়ক, ড্রেন, বাজার ও আবাসিক এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত আছেন। নগরবাসীর অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য গঠন করা হয়েছে একটি কুইক রেসপন্স টিম। কোনো এলাকায় আবর্জনা বা নোংরা পরিবেশের অভিযোগ পাওয়া গেলে, এই টিম সর্বোচ্চ ৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করে।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম বাসসকে বলেন, ‘রংপুর নগরীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এজন্য মাঠ পর্যায়ের কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। নাগরিক সহযোগিতা পেলে রংপুর হবে দেশের অন্যতম পরিচ্ছন্ন নগরী।’
তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিচ্ছি। কুইক রেসপন্স টিম ইতোমধ্যে বিভিন্ন এলাকায় দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করে প্রশংসা কুড়িয়েছে। তাই আমি নগরবাসীকে অনুরোধ করছি নির্ধারিত স্থানে ময়লা ফেলুন এবং বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় টিমকে সহযোগিতা করুন।’