ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৪:১৯

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা বুধবার ইতিহাসের দীর্ঘতম সময় অতিক্রম করেছে, যা ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালের ৩৫ দিনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। 

প্রশাসন সতর্ক করেছে যে, এই অচলাবস্থা অব্যাহত থাকলে ছুটির সময় আকাশপথে ভ্রমণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং আমেরিকান নাগরিকদের সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। 

সরকারকে চাপে রাখতে ও একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে প্রশাসন এই সতর্কবার্তা দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

কংগ্রেস ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সময়ের জন্য অর্থায়ন অনুমোদন করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম ধীরে ধীরে স্থবির হয়ে পড়ছে। এর ফলে দেশজুড়ে ক্রমবর্ধমান ভোগান্তি দেখা দিচ্ছে। বিশেষ করে কল্যাণমূলক কর্মসূচিগুলো যার মধ্যে রয়েছে, সেইসব সহায়তা কর্মসূচি যা লাখ লাখ আমেরিকানকে খাদ্য কিনতে সাহায্য করে, সেগুলো বর্তমানে অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সরকারের অচলাবস্থা নিরসনে কিছুটা অগ্রগতি দেখা গেছে, যদিও তা এখনো ভঙ্গুর। 

এদিকে, বিমান চলাচল নিয়ন্ত্রক ফেডারেল পার্ক রেঞ্জারসহ প্রায় ১৪ লাখ কর্মচারীর অনেকে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন বা বেতন ছাড়াই দায়িত্ব পালন করছেন।

মধ্যরাতে অচলাবস্থার রেকর্ড ভেঙে যাওয়ার কয়েক ঘন্টা আগে, ট্রাম্প প্রশাসন দেশব্যাপী বিমানবন্দরগুলোয় বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছে। 

যদি এটা সংকট ষষ্ঠ সপ্তাহেরও বেশি সময় ধরে চলে, কর্মী ঘাটতি বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। 

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) অনুমান করছে, চলতি বছর থ্যাঙ্কসগিভিং বিমান ভ্রমণ একটি নতুন রেকর্ড স্থাপন করবে। ২৭ নভেম্বরের ছুটিতে ৫৮ লাখ লোক অভ্যন্তরীণভাবে বিমান চালাবে।

৬০ হাজারের ও বেশি বিমান পরিবহন নিয়ন্ত্রক ও পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন এবং হোয়াইট হাউস সতর্ক করে দিয়েছে যে অনুপস্থিতি বৃদ্ধির ফলে চেক-ইন লাইনে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা
ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
দুর্নীতির পরিবর্তে উদ্ভাবনকে বেছে নিতে তরুণদের আহ্বান জ্বালানি উপদেষ্টার 
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতায় গুরুত্ব 
ঢাবির ১৫টি গবেষণা কেন্দ্রের পরিচালক নিয়োগে সার্চ কমিটির প্রতিবেদন পেশ
পিআরআই-এর ‘মান্থলি ম্যাক্রোইকোনমিক ইনসাইটস’ প্রতিবেদন প্রকাশ
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 
এলজিইডি ক্রিম-ক্রিলিক প্রকল্পের কেএফডব্লিউ রিভিউ মিশন সম্পন্ন
সূর্যের রোদে কেমিক্যালমুক্ত শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুয়াকাটার জেলেরা
১৭৪ উপজেলায় নতুন ইউএনও 
১০