
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদ দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক মো. রাশেদ খান আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।
এসময় দলের সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হাবিবুর রহমান রিজু ও যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফায় ঘোষিত পরিষদের সাংগঠনিক ১০ বিভাগের প্রার্থীরা নিম্নরূপ—
ঢাকা বিভাগ : আব্দুল জব্বার (ঢাকা-১), ফারুক হোসেন (ঢাকা-২), মো. সাজ্জাদ (ঢাকা-৩), সৈয়দ ইব্রাহিম রনক (ঢাকা-৫), মো. ইসমাঈল হোসেন (ঢাকা-৮), মো. ফকরুল ইসলাম (ঢাকা-৬), মো. আরিফুর রহমান (ঢাকা-১৭), আলমগীর অপূর্ব (ঢাকা-১১), মো. মামুন হোসেন (ঢাকা-১৬), আহসান হাবীব (ঢাকা-১৮), আজহারুল ইসলাম পাঠান (গাজীপুর-১), মাহফুজুর রহমান খান (গাজীপুর-২), ওয়াসিম উদ্দিন (নারায়ণগঞ্জ-১), আরিফ ভূঁইয়া (নারায়ণগঞ্জ-৪), নাহিদ হোসেন (নারায়ণগঞ্জ-৫) ও মো. ইলিয়াস হোসেন (মানিকগঞ্জ-১)।
বরিশাল বিভাগ : মো. ইলিয়াস মিয়া (বরিশাল-১), এইচ. এম. ফারদিন ইয়ামিন (বরিশাল-৩), মো. রফিকুল ইসলাম রাসেল (বরিশাল-৫), মো. হাবিবুর রহমান (পটুয়াখালী-২), শামসুল আলম (পিরোজপুর-২), হুসাইন মুহাম্মদ শাহাদাৎ (ঝালকাঠি-১), ও মাহমুদুল ইসলাম সাগর (ঝালকাঠি-২)।
রংপুর বিভাগ : বিন ইয়ামিন মোল্লা (কুড়িগ্রাম-১), মো. আশরাফুল আলম (রংপুর-৩), মো. মামুনুর রশীদ মামুন (ঠাকুরগাঁও-৩), মো. নাইম ইসলাম (লালমনিরহাট-২), জাকিউল হাসান সিদ্দিক (লালমনিরহাট-৩), আবদুল্লা মিয়া বাবলু (কুড়িগ্রাম-২), এ্যাড. সাজ্জাদ হোসেন পলাশ (কুড়িগ্রাম-৪), মো. মাসুদ রানা মোন্নাফ (গাইবান্ধা-১), মো. সামিউল ইসলাম (গাইবান্ধা-৫), মো. মাহফুজার রহমান (পঞ্চগড়-১), আসাদুজ্জামান নুর (পঞ্চগড়-২), মো. মাহমুদুল হাসান (দিনাজপুর-১), মো. গোলাম আজম (দিনাজপুর-২), মো. ইমরান খান (দিনাজপুর-৪), মো. শাহজাহান চৌধুরী (দিনাজপুর-৫), মো. বুলবুল আহমেদ (দিনাজপুর-৬) ও এডভোকেট শফিকুল ইসলাম শিমুল (ঠাকুরগাঁও-১)।
খুলনা বিভাগ : জি. এম. রোকনুজ্জামান (খুলনা-১), মো. সোহেল চৌধুরী (খুলনা-৪), এ. বি. এম. আশিকুর রহমান (যশোর-৫), মো. আবুল কালাম গাজী (যশোর-৪), জেসিকা মুর্শীদ প্রাপ্তি (যশোর-৬), মো. আশিকুর রহমান (নড়াইল-১), লায়ন মো. নুর ইসলাম (নড়াইল-২), মো. সুমন কবির (ঝিনাইদহ-৩), শাখাওয়াত হোসেন (ঝিনাইদহ-৪), ডা. খলিলুর রহমান (মাগুরা-১) ও মো. শাকিল আহমেদ তিয়াশ (কুষ্টিয়া-৪)।
ময়মনসিংহ বিভাগ : মো. শাহ সুলতান মৃধা (ময়মনসিংহ-২), মো. আজিজুর রহমান (ময়মনসিংহ-৩), প্রফেসর ড. মো. আবু জাফর সিদ্দিকী (ময়মনসিংহ-৪), মো. রবিউল হাসান (ময়মনসিংহ-৬), মো. জিয়াউর রহমান (ময়মনসিংহ-৮), মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (ময়মনসিংহ-১১), মো. কাজী হায়াৎ (শেরপুর-২), মো. মাহফুজুর রহমান (শেরপুর-৩), মো. ইসমাঈল হোসেন (জামালপুর-২), মো. ইকবাল হোসেন (জামালপুর-৪), জাকির হোসেন (জামালপুর-৫) ও আলহাজ মো. আব্দুল কাদির (নেত্রকোনা-০৪)।
চট্টগ্রাম বিভাগ : সাকিব হোসাইন (খাগড়াছড়ি), মো. নিজাম উদ্দিন (চট্টগ্রাম-১), রবিউল হাসান তানজিম (চট্টগ্রাম-২), মাইনুল ইসলাম রুবেল (চট্টগ্রাম-৪), মো. শোয়েব (চট্টগ্রাম-৫), মো. বেলাল উদ্দিন (চট্টগ্রাম-৭), মো. লুৎফর হায়দার (চট্টগ্রাম-৮), কামরুন নাহার ডলি (চট্টগ্রাম-৯), আরিফ মাহমুদ (চট্টগ্রাম-১০), মুহাম্মদ নেজাম উদ্দিন (চট্টগ্রাম-১১), এমদাদুল হাসান (চট্টগ্রাম-১২), মো. মুজিবুর রহমান চৌং (চট্টগ্রাম-১৩), মো. নাসির উদ্দিন (চট্টগ্রাম-১৫), মো. আবুল বাশার বাদশা (রাঙ্গামাটি-২৯৯) এবং এস. এম. রোকনুজ্জামান খান (কক্সবাজার-২)।
কুমিল্লা বিভাগ : আবদুল্লাহ হাসান (কুমিল্লা-৯), মো. হারুন উর রশিদ (ফেনী-২), মো. ইউছুফ (ফেনী-৩), মো. কাউসার আলম (লক্ষ্মীপুর-১), আবুল বাশার (লক্ষ্মীপুর-২), মো. মুরাদ হোসেন (লক্ষ্মীপুর-৩), ফখরুদ্দিন মোল্লা (ব্রাহ্মণবাড়িয়া-৪), আশরাফুল হাসান (ব্রাহ্মণবাড়িয়া-৩), নজরুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৫), এনায়েত হোসেন হাসিব (চাঁদপুর-১), মো. জাকির হোসেন (চাঁদপুর-৩) ও নুরুল আমিন (নোয়াখালী-৩)।
ফরিদপুর বিভাগ : ফারুক ফকির (ফরিদপুর-২), জাহাঙ্গীর খান (রাজবাড়ী-১), মো. খবির হোসেন (শরীয়তপুর-১), আখতারুজ্জামান সম্রাট (শরীয়তপুর-২), ফকির আহম্মেদ আলী (গোপালগঞ্জ-১) ও আবুল বাশার দাড়িয়া (গোপালগঞ্জ-৩)।
সিলেট বিভাগ : আকমল হোসেন (সিলেট-১), জামান আহমেদ সিদ্দিকী (সিলেট-২), জহিরুল ইসলাম (সিলেট-৪), মো. শাহনেওয়াজ চৌধুরী রাহাত (সিলেট-৫), এড. জাহিদুর রহমান (সিলেট-৬), আবুল হোসেন জীবন (হবিগঞ্জ-১), মো. নজরুল ইসলাম খান (হবিগঞ্জ-২), চৌধুরী আশরাফুল বারী নোমান (হবিগঞ্জ-৩), মো. পারভেজ আহমেদ (সুনামগঞ্জ-৩), সওগাত উসমানী চৌধুরী (সুনামগঞ্জ-৪), আসগর আলী (সুনামগঞ্জ-৫), খন্দকার সাইদুজ্জামান সুমন (মৌলভীবাজার-২), মো. অপু রায়হান (মৌলভীবাজার-৩) ও হারুনুর রশীদ (মৌলভীবাজার-৪)।
রাজশাহী বিভাগ : মির শাহজাহান (রাজশাহী-১), মাহমুদ হাসান জুয়েল (রাজশাহী-২), এইচ. এম. ইয়াকুব আলী জনি (রাজশাহী-৪), মো. শফিকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), আনোয়ার হোসেন সোহাগ (নাটোর-১), মো. মেহেদি হাসান (নাটোর-১), মো. আব্দুর রহমান (নওগাঁ-৫), সোনালী আক্তার মল্লিকা (সিরাজগঞ্জ-১), মাহফুজুর রহমান (সিরাজগঞ্জ-২), মাওলানা মোহাম্মদ আবু সাঈদ (সিরাজগঞ্জ-৩), আশরাফুল ইসলাম মিলন (সিরাজগঞ্জ-৪), হাসমত আলী সরকার (সিরাজগঞ্জ-৫) ও মো. নাঈম উদ্দিন সিরাজী (সিরাজগঞ্জ-৬)।