রাজবাড়ীতে বিএনপি প্রার্থী আলী নেওয়াজের নির্বাচনী ক্যাম্পেইন শুরু

বাসস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৪:৪২
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক জেলা কমিটির সভাপতি ও সাবেক এম পি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। ছবি: বাসস

রাজবাড়ী, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ২০৯ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক জেলা কমিটির সভাপতি ও সাবেক এম পি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণাকৃত তালিকা অনুযায়ী রাজবাড়ী- ১ (সদর ও গোয়ালন্দ) আসনে সাবেক জেলা কমিটির সভাপতি ও সাবেক এম পি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।

খৈয়ামের নাম ঘোষণার পর পরই নেতাকর্মীরা আনন্দ উল্লাস শুরু করেন। উচ্ছ্বসিত হয়ে পড়েন নেতাকর্মীরা। শহরে আনন্দ মিছিল করা হয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহর শুকরিয়া আদায় করেন। খৈয়ামের হাত ধরে ধানের শীষের জয় নিশ্চিত এমন কথাও লেখেন কেউ কেউ।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। তিনি দীর্ঘ সময় ধরে জনপ্রতিনিধি ছিলেন। পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ছিল তার অসামান্য অবদান। 

বর্ষিয়ান এ রাজনীতিবীদ বিপদে-আপদে নেতাকর্মীদের পাশে দাঁড়ান সব সময়। রাখাল গাছির প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বলেন, আমাদের চাওয়া ছিল জাতীয় সংসদ নির্বাচনে খৈয়ামকে যেন বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে জনগনের সেই আশা-আকাঙ্খার প্রতিফলন হয়েছে বলেই মনে করেন তিনি। 

মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলেন, আমরা খুব আশাবাদী ছিলাম খৈয়াম ভাই-ই নমিনেশন পাবেন। বিকেল থেকেই নতাকর্মীরা তার বাড়িতে গিয়ে ফুলেল শুভেচছা জানান। গভীর রাত পর্যন্ত তার বাড়িতে নেতাকর্মীদের ভিড় ছিল।

মনোনয়ন ঘোষিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে নেতাকর্মীরা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিন আল্লাহর অশেষ রহমতে রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর নমিনেশন ডিক্লেয়ার করেছেন।

খৈয়াম নেতা কর্মীদের বলেন, রাজবাড়ীবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

তিনি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের নমিনেশন বা আসন ঘোষণাকে কেন্দ্র করে বা রাজনৈতিক কর্মসূচির নামে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন পোস্ট, অতিউৎসাহী কাজ (মিছিল, আতশবাজি, শোডাউন, রং খেলা, মিষ্টি বিতরণ ইত্যাদি) থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। 

গতকাল সকালে মা, বাবা ও বড় ভাই কমরেড আল্লা নেওয়াজ খাইররুর কবর যিয়ারতের মধ্যদিয়ে তিনি নির্বাচনী যাত্রা শুরু করেন খৈয়াম ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যান্ডবল মাঠে মায়েদের অন্য রকম অনুপ্রেরণা
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,৭৪৮
মুন্সীগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচনী প্রচারে বিজেপি
হবিগঞ্জে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
নওগাঁয় উদ্ধারকৃত ৬টি বালি হাঁস অবমুক্ত
এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা
বাংলাদেশ-মেক্সিকোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় জোর দিলেন রাষ্ট্রদূত
ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ
১০