রাশিয়ার ‘হাইব্রিড’ হুমকি মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন করছে জার্মানি : মের্ৎস

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২১:০৬

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাশিয়ার নিম্নমাত্রার হাইব্রিড যুদ্ধ মোকাবিলায় জার্মানি একটি ‘সমন্বিত কর্মপরিকল্পনা’ প্রণয়ন করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস।

বৃহস্পতিবার পার্লামেন্টে বক্তৃতাকালে মের্ৎস বলেছেন, নবগঠিত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আগামী কয়েক দিনের মধ্যেই প্রথম বৈঠক করবে। সেখানে এই কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী রহস্যজনক ড্রোন উড্ডয়নের প্রসঙ্গ টেনে মের্ৎস অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের বিরুদ্ধে ‘হাইব্রিড হামলা’ চালাচ্ছেন।

তিনি বলেছেন, আমরা এখন এবং ভবিষ্যতে এই হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করব। এই কারণেই নবগঠিত জাতীয় নিরাপত্তা কাউন্সিল হাইব্রিড হুমকি মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করছি।

তিনি রাশিয়ার বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যক্রম, সাইবার হামলা ও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে বলেছেন, এই বিষয়টি বিশেষভাবে ডানপন্থী ‘অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)’ দলের সঙ্গেও সম্পর্কিত।

মের্ৎস বলেছেন, ভ্রান্ত তথ্য, গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করে রাশিয়া, জার্মানি ও ইউরোপকে আরও মারাত্মকভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

যদিও এখন পর্যন্ত কোনো এএফডি রাজনীতিক রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হননি, তবুও তাদের কয়েকজনের বিরুদ্ধে দেশটির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’ গড়ে তোলার অভিযোগ উঠেছে।

গত বছর ড্রেসডেনের প্রসিকিউটররা এএফডি নেতা ম্যাক্সিমিলিয়ান ক্রাহ’র বিরুদ্ধে তদন্ত শুরু করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউরোপীয় পার্লামেন্টে এমইপি থাকাকালে রাশিয়া ও চীন থেকে অর্থ নিয়েছেন। ক্রাহ এ অভিযোগ অস্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
সারা দেশে একযোগে লালন উৎসব ও লালন মেলার উদ্বোধন আগামীকাল
ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীর উত্তম এর রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
১০