ফরমুলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ এমআইএসটি ব্লিটজের গৌরবোজ্জ্বল সাফল্য

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২১:০২

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ফরমুলা স্টুডেন্ট টিম ‘এমআইএসটি ব্লিটজ’ চীনের ঝেংঝৌ শহরে অনুষ্ঠিত “ফরমুলা স্টুডেন্ট চায়না ২০২৫”-এ অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য এনেছে এক অনন্য গৌরব। 

বিশ্বের ৭৬টি আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিযোগিতা করে এমআইএসটি ব্লিটজ অর্জন করেছে “লিডিং কনভে অ্যাওয়ার্ড” (সেরা বিদেশি দল) ও “বেস্ট প্রেজেন্টেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড”। পাশাপাশি “বিজনেস প্ল্যান প্রেজেন্টেশন” ক্যাটাগরিতে দলটি ৪র্থ স্থান অর্জন করেছে- যা একটি নবগঠিত দলের জন্য এক অসাধারণ সাফল্য।

২০২৪ সালের এপ্রিলে গঠিত ৩১ সদস্যের দলটি এমআইএসটি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে তাদের প্রথম ফরমুলা-স্টাইল রেস কার “ফুরিওসা ১.০” নির্মাণ করে। গাড়িটি সফলভাবে সকল টেকনিক্যাল ইনস্পেকশন উত্তীর্ণ হয়ে এনডুরেন্স ট্র্যাকে দুটি ল্যাপ সম্পন্ন করেছে—যা এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো দলের প্রথম অংশগ্রহণেই আন্তর্জাতিক অঙ্গনে এক ঐতিহাসিক অর্জন।

দলের উদ্ভাবনী ও সাশ্রয়ী ডিজাইন, স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য উপকরণ ব্যবহারের সক্ষমতা এবং পেশাদার উপস্থাপনার জন্য বিচারকরা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

এ অর্জন সম্পর্কে এমআইএসটি’র কমান্ড্যান্ট বলেন, “এমআইএসটি ব্লিটজ প্রমাণ করেছে যে, আমাদের তরুণ প্রকৌশলীরা বিশ্বমানের প্রতিযোগিতায় অংশগ্রহণের মতো সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা রাখে।”

৩০০ কেজি ওজনের গাড়িটি চীনে পরিবহনের মতো বড় লজিস্টিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ দূতাবাস (বেইজিং) ও স্থানীয় স্পনসরদের সহায়তায় দলটি সব বাধা অতিক্রম করে এই সাফল্য অর্জন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
সারা দেশে একযোগে লালন উৎসব ও লালন মেলার উদ্বোধন আগামীকাল
ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীর উত্তম এর রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
১০