মা ইলিশ রক্ষায় সারাদেশে নৌ-বাহিনীর অভিযান

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২০:৪৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মা ইলিশ রক্ষায় দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌ-বাহিনী।
 
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌ-বাহিনী। 

নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল বুধবার কুতুবদিয়া, মনপুরা, হাতিয়া ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ‘বানৌজা শহীদ ফরিদ’। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার করার দায়ে এসময় তিনটি মাছ ধরার ট্রলার আটক করা হয়। 

ট্রলার তিনটিতে তল্লাশি করে অবৈধ ও ক্ষতিকর ১০ টি বেহুন্দি জাল, ১৮ হাজার মিটার ইলিশ ধরার জাল, ৭ হাজার ৫০০ মিটার অন্যান্য জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। 

জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা বলে আইএসপিআর জানায়। 

এদিকে নিষিদ্ধ সময়ে মাছ ধরার কারণে ৬৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার, জাল ও ৬৭ জন জেলেকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মেরিন ফিশারিজ অফিসারের কাছে হস্তান্তর করা হয়।

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
সারা দেশে একযোগে লালন উৎসব ও লালন মেলার উদ্বোধন আগামীকাল
ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীর উত্তম এর রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
১০