চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মা ইলিশ রক্ষায় দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌ-বাহিনী।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌ-বাহিনী।
নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল বুধবার কুতুবদিয়া, মনপুরা, হাতিয়া ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ‘বানৌজা শহীদ ফরিদ’। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার করার দায়ে এসময় তিনটি মাছ ধরার ট্রলার আটক করা হয়।
ট্রলার তিনটিতে তল্লাশি করে অবৈধ ও ক্ষতিকর ১০ টি বেহুন্দি জাল, ১৮ হাজার মিটার ইলিশ ধরার জাল, ৭ হাজার ৫০০ মিটার অন্যান্য জাল এবং ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা বলে আইএসপিআর জানায়।
এদিকে নিষিদ্ধ সময়ে মাছ ধরার কারণে ৬৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার, জাল ও ৬৭ জন জেলেকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মেরিন ফিশারিজ অফিসারের কাছে হস্তান্তর করা হয়।
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে।