ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫(বাসস): আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পর ঘোষিত অস্ত্রবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। দেশটি বৃহস্পতিবার দুই প্রতিবেশী রাষ্ট্রকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাঈল বাকাঈ এক বিবৃতিতে বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
তিনি বলেন, ‘দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে শান্তি বজায় রাখা ও উত্তেজনা প্রশমনে যেকোনো প্রচেষ্টায় ইরান সহযোগিতা করতে প্রস্তুত।’