সিলেটে ডেঙ্গুতে ২৭ দিনে আক্রান্ত ১১৩ জন

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৯:৩২

সিলেট, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রামগত বাড়ছে। অক্টোবর মাসে ইতোমধ্যে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত ২৮ দিনে ১১৩ জনের ডেঙ্গু শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে আঞ্চলিক স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৪ জন। এ নিয়ে সিলেট অঞ্চলে মোট শনাক্ত রোগী ২৯৬ জন এবং চলতি মাসে মোট আক্রান্ত ১১৩ জন। 

গত ৯ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এর আগে বিভাগে কোনো মৃত্যুর ঘটনা নেই।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে সাতজন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে তিনজন, নর্থইস্ট মেডিকেল হাসপাতালে একজন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।

এই বছরের মধ্যে গত সেপ্টেম্বরে সিলেট অঞ্চলে ৭৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এছাড়া আগস্ট মাসে ৪৮ জন এবং জুলাই মাসে ২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। জুন মাসে শনাক্ত হয়েছে ১৪ জন, মে মাসে ১২ জন, এপ্রিল ও ফেব্রুয়ারি মাসে কোনো রোগী শনাক্ত না হলেও জানুয়ারি মাসে ৬ ও মার্চ মাসে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, যারাই আক্রান্ত হয়েছে, অনেকের ঢাকায় ট্রাভেল হিস্ট্রি রয়েছে। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় হবিগঞ্জ জেলায় ডেঙ্গুরোগীর সংখ্যা তুলনামূলক বেশি। ডেঙ্গুর লার্ভা অনুসন্ধানের পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
বাংলাদেশের যাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ
জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার দায় স্বীকার করল বন্দুকধারী
জাপানের নতুন নেতৃত্ব থেকে ‘ইতিবাচক বার্তা’ লক্ষ্য করছে চীন
সাতক্ষীরায় ভার্বি কম্পোস্ট সার উৎপাদন করে সাড়া ফেলেছেন আব্দুল মালেক
জলবায়ু বাধ্যবাধকতার অভিযোগ থেকে নরওয়ে খালাস 
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত
‘ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত পতাকা উপহার’-ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য : সিএ ফ্যাক্ট চেক
ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ২০০৬ সালের ২৮ অক্টোবর : রিজভী
এআই ও গিগা প্রকল্পে বিনিয়োগের লক্ষে বিশ্বের ব্যবসায়ী নেতাদের সম্মেলন করছে সৌদি আরব
১০