
খুলনা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার দৌলতপুরে আলোচিত পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলার রায়ে ৭ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এর মধ্যে তিনজন পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন কুটি ও শামীম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহা পাড়ায় স্থানীয় সন্ত্রাসীরা পারভেজ হাওলাদারকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পারভেজকে বাঁচাতে এগিয়ে আসেন পাশের বাড়ির সুপর্না সাহা, তার বাবা দিলীপ সাহা ও মা রেখা সাহা। এসময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্না সাহাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহত পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রথমে ৭ জনকে আসামি করা হয়, পরে তদন্ত শেষে পুলিশ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটির রায় ঘোষণা করা হলো। রাষ্ট্রপক্ষ বলেছে, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।