চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২৩:৩১
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস) : নগরীর বাকলিয়া থানা এলাকায় ব্যানার টানানো ও সরানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে থানার এক্সেস রোডের বগার বিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার অনুসারী। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। নগরীর তক্তারপুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। নিহত যুবক যুবদলের কর্মী ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরে এমদাদুল হক বাদশা ও বোরহানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। টানানো একটি ব্যানার খুলে ফেলা নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

সাজ্জাদের বড় ভাই মো. ইমরান বলেন, ‘আমার ভাই বাসায় ছিল। মোবারক নামে একজন তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই গোলাগুলি শুরু হয়। পরে শুনি সে মেডিকেলে মারা গেছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। গুলিবিদ্ধসহ আরও আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

ওসি ইখতিয়ার উদ্দিন জানান, গুলিতে একজন নিহত হয়েছেন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত সাজ্জাদের পরিবার খুনিদের বিচার দাবি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০