এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২২:৫৪

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন মঙ্গলবার ৮০ বিলিয়ন ডলারের একটি নতুন ‘কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তি করেছে।

প্রকল্পের অন্যতম অংশীদার ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট মঙ্গলবার এই ঘোষণা দিয়েছে।

সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা ওয়েস্টিংহাউস ইলেকট্রিক কোম্পানি এবং ক্যামেকো করপোরেশনের সঙ্গে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রজুড়ে কমপক্ষে ৮০ বিলিয়ন ডলারের নতুন রিয়্যাক্টর স্থাপনের পরিকল্পনা করছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে গতি আনা হবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাণের সময়সীমা নির্দিষ্ট করে বলা হয়নি। ব্রুকফিল্ডের একজন মুখপাত্র জানান, এই ঘোষণা ট্রাম্পের মে মাসে জারি করা নির্বাহী আদেশের সঙ্গে সম্পর্কিত, যেখানে ২০৩০ সালের মধ্যে ‘সম্পূর্ণ নকশা সম্পন্ন ১০টি নতুন বৃহৎ রিয়্যাক্টর নির্মাণাধীন’ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রকল্প শুরু করতে প্রয়োজনীয় মূলধনের দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের বলে জানান ব্রুকফিল্ডের মুখপাত্র।

এই ঘোষণা জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর পারমাণবিক শক্তিতে ওয়াশিংটনের সবচেয়ে দৃশ্যমান বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

গুগল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টরাও এআই-সম্পর্কিত বিপুল পরিমাণ শক্তির চাহিদা পূরণে বড় ধরনের পারমাণবিক উদ্যোগ ঘোষণা করেছে।

মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, এই উদ্যোগ প্রেসিডেন্ট ট্রাম্পের মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে, যার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রকে পূর্ণভাবে শক্তিশালী করা এবং বৈশ্বিক এআই প্রতিযোগিতায় জয়ী হওয়া।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক শক্তির পুনর্জাগরণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এখন তিনি তা বাস্তবায়ন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০