রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২৩:০০ আপডেট: : ২৮ অক্টোবর ২০২৫, ২৩:১৯

রাজশাহী, ২৮ অক্টোবর (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘উচ্চতর গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৩তম সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সরকারি চূড়ান্ত অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৬-২০২৭ অর্থবছর থেকে পরবর্তী তিন বছরের মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে তিনটি নতুন ছাত্র ও তিনটি নতুন ছাত্রী হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া শেরে বাংলা ফজলুল হক হল পুনর্নির্মাণ, চিকিৎসা কেন্দ্র, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও জুবেরী হাউসসহ কয়েকটি একাডেমিক ও প্রশাসনিক ভবন সংস্কার ও পুনর্নির্মাণের প্রস্তাবও অন্তর্ভুক্ত হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক ইনোভেশন হাব নির্মাণ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও সংস্কার, এবং গবেষণাগারের আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের বিষয়ও প্রকল্পের আওতায় আনা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে অতিরিক্ত সাত হাজারেরও বেশি শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে। পাশাপাশি আধুনিক গবেষণাগার ও অবকাঠামো সুবিধা যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণার মান ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০