রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ট্রোক ও পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:৫১
ছবি : বাসস

রংপুর, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রংপুর মহানগরীর রংপুর গ্রুপের প্রধান প্রতিষ্ঠানগুলোর অন্যতম রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে (আরসিএমসিএইচ) আন্তর্জাতিক মানের আধুনিক যন্ত্রপাতি-সজ্জিত স্ট্রোক ও পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বিশ্ব স্ট্রোক দিবস-২০২৫ উপলক্ষে বুধবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

দেশের উত্তরাঞ্চল ও প্রতিবেশী দেশগুলোর হৃদরোগ বিশেষত স্ট্রোকে আক্রান্ত রোগীদের আন্তর্জাতিক মানের আধুনিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যেই এই কেন্দ্রটি চালু করা হয়েছে।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হার্ট সেন্টার এবং স্ট্রোক ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান সমন্বয়ক মো. মোয়াজ্জেম হোসেন সরকার। 

রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. গাউসুল আজিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে স্ট্রোক ও পুনর্বাসন কেন্দ্র উদ্বোধন করেন।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তোফায়েল হোসেন ভূঁইয়া এবং রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল আলম আল-আমিন বিশেষ অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেইন ও স্পাইন সার্জন ডা. শাহনেওয়াজ বিশ্বাস, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষবৃন্দ, রংপুর গ্রুপ ও আরসিএমসিএইচের পরিচালকবৃন্দ, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ, চিকিৎসক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে, ‘এভরি মিনিট কাউন্টস’ (প্রতি মিনিট গুরুত্বপূর্ণ) প্রতিপাদ্যে বিশ্ব স্ট্রোক দিবস-২০২৫ উপলক্ষে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এই প্রতিপাদ্যটি স্ট্রোকের উপসর্গ দ্রুত চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার গুরুত্ব তুলে ধরে। সময়মতো চিকিৎসা গ্রহণ স্ট্রোক রোগীর সুস্থতা ও অক্ষমতা হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

রংপুর গ্রুপের পরিচালক ও আরসিএমসিএইচের হার্ট সেন্টার ও স্ট্রোক ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান সমন্বয়ক মো. মোয়াজ্জেম হোসেন সরকার শোভাযাত্রাটির নেতৃত্ব দেন।

এছাড়া, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
১০